top of page

ডেঙ্গু নিয়ে বাড়ছে উদ্বেগ, ড্রোন দিয়ে নজরদারি প্রশাসনের

ডেঙ্গু মোকাবিলায় অভিযানে নামল মালদা জেলা প্রশাসন ও ইংরেজবাজার পুরসভা। আজ সকালে শহরের দুটি ওয়ার্ডে অভিযান চালান প্রশাসনের কর্তারা। ড্রোন উড়িয়ে কোথাও জমা জল রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি পুরসভার কর্মীরা সমস্ত বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেন।


দিনের পর দিন মালদা জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেই পরিসংখ্যান ধরে মালদা জেলার বেশ কিছু অংশকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই তালিকায় ইংরেজবাজারের চারটি ওয়ার্ড রয়েছে। আজ থেকে ওই হটস্পট এলাকায় অভিযান শুরু করল মালদা জেলা প্রশাসন। আজ সকালে মালদা শহরের হংসগিরি লেনে হানা দেন প্রশাসনিক কর্তারা। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান সহ কর্মীরা। ড্রোন নিয়ে পুরো এলাকায় নজরদারি চালানো হয়।



কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি জানান,

“ডেঙ্গু নিয়ে আমরা সতর্ক রয়েছি। সাধারণ মানুষকে সতর্ক করছি। আজ ১০ ও ১২ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে এসেছি। প্রশাসনের সঙ্গে যৌথ অভিযানে ড্রোন দিয়ে জমা জলের সন্ধান চালাচ্ছি। পুরসভার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়েছেন।”

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page