টিকা-দুর্নীতির দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
করোনা ভ্যাকসিন নিয়ে কালোবাজারি বন্ধ ও দুর্নীতি কাণ্ডে দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনে নামল বামফ্রন্টের সংগঠনগুলি। বুধবার মালদা জেলাতেও সেই আন্দোলন কর্মসূচি পালন করে বামফ্রন্টের ছাত্র-যুব-শ্রমিক ও মহিলা সংগঠন।
আজ সকালে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে সাময়িক অবস্থান বিক্ষোভ করে সংগঠনের সদস্যরা। পরে একটি মিছিল সারা শহর পরিক্রমা করে ইংরেজবাজার থানার সামনে জমায়েত করে। থানার গেটের সামনে খানিকক্ষণ বিক্ষোভ দেখানোর পর ভ্যাকসিন দুর্নীতি কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
[ আরও খবরঃ চালু হচ্ছে বাস পরিসেবা, গুনতে হবে বাড়তি ভাড়া ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments