অবিলম্বে মালদা বিমানবন্দর চালুর দাবি
মালদা বিমানবন্দর চালু করার জন্য কয়েক বছর আগে উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। রানওয়ে তৈরির কাজও প্রায় শেষ হয়েছে। কিন্তু কিছু জটিলতায় বিমানবন্দরের কাজ আপাতত বন্ধ রয়েছে। বিমানবন্দরের রানওয়ে এখন পার্কে পরিণত হয়েছে। ছোটোদের খেলার জায়গা, যুবাদের আড্ডাখানা, বয়স্কদের শরীরচর্চার ছবি প্রতিদিনই দেখা যায় বিমানবন্দরে। অনেকেই আবার মোটরবাইক শেখার জন্য রানওয়েকে ব্যবহার করছেন। এই পরিস্থিতিতে অবিলম্বে বিমানবন্দর চালু করার দাবি উঠতে শুরু করেছে জেলাজুড়ে।
মালদা শহরের পশ্চিমপ্রান্তে মালদা-মানিকচক রাজ্য সড়কের ধারে বিমানবন্দর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে ফাঁকা বিমানবন্দরে অসামাজিক কার্যকলাপ বাড়ছে। এদিকে, মালদা বিমানবন্দরটি চালু হলে বাণিজ্যিক ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলে দাবি করেছেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু। জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, এব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। কবে এই বিমানবন্দর চালু হবে তা জানা নেই কারও। তবে বিমানবন্দর চালুর আশায় বুক বেঁধেছে জেলাবাসী।
[ আরও খবরঃ ১৮ আগস্ট মালদার ভারতভূক্তি দিবস উদযাপন ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments