বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ধরনা চাঁচলে
top of page

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ধরনা চাঁচলে

চাঁচল থানাপাড়া থেকে ওড়বরা সাত কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে ধরনায় বসেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪ টে পর্যন্ত ধরনায় অনড় ছিলেন স্থানীয়রা। পরে রাস্তা সংস্কারের আশ্বাসে ধরনা তুলে নেন স্থানীয় বাসিন্দারা।


বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ধরনা চাঁচলে

সন্ধে নামতেই জনশূন্য হয়ে পড়ে গোটা এলাকা

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে চাঁচল থানাপাড়া থেকে ওড়বরা পর্যন্ত সাত কিলোমিটার রাস্তা। নিত্যযাত্রীদের যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়। পড়ুয়াদের স্কুলে যাওয়া, রোগীকে হাসপাতাল নিয়ে যাওয়া, ব্যবসায়ীদের পণ্য পরিবহনের ক্ষেত্রেও অসুবিধেয় পড়তে হয়। একাধিক বার অভিযোগ জানিয়ে কোনও ফেল মেলেনি।


স্থানীয় বাসিন্দা বিকি তালুকদার বলেন, একে বেহাল রাস্তা, তার ওপর রাস্তায় কোনও পথবাতি নেই। সন্ধে নামতেই জনশূন্য হয়ে পড়ে গোটা এলাকা। বড়ো যানবাহন তো দূরের কথা, ছোটো যানবাহনও চলাচলের অযোগ্য হয়ে উঠেছে রাস্তাটি। একাধিকবার অভিযোগ জানিয়ে ফল মেলেনি। বাধ্য হয়েই রাস্তা সংস্কারের দাবিতে সোমবার স্থানীয়রা চাঁচল ১ ব্লক মোড়ে ধরনায় বসেন। চাঁচল ১ ব্লক আধিকারিক সমীরণ ভট্টাচার্য জানান, দ্রুত রাস্তা মেরামতির কাজ শুরু হবে।


ছবিঃ উজির আলি

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page