সারদা-কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরতের দাবি, পথে কংগ্রেস
দিল্লিতে আন্দোলনরত কৃষকদের স্বার্থে এবং সারদা-নারদ-রোজভ্যালি কাণ্ডে প্রতারিত গরিব মানুষদের টাকা ফেরতের দাবিতে মালদার রাজপথে আন্দোলনে নামল কংগ্রেস।
এদিন মালদা জেলা কংগ্রেসের ডাকে এবং দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরির নেতৃত্বে টাউন হল থেকে এক প্রতিবাদ মিছিলে অংশ নেন কংগ্রেস বিধায়ক এবং কর্মীরা। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলম, সুজাপুরের বিধায়ক ইশা খান চৌধুরি, মানিকচকের বিধায়ক মোত্তাকিন আলম, চাঁচলের বিধায়ক আসিফ মেহবুব সহ শতাধিক কংগ্রেস কর্মীরা।
[ আরও খবরঃ পরিত্যক্ত বাড়িতে মিলল ছাত্রের মৃতদেহ, তদন্তে পুলিশ ]
মিছিলটি সারা শহর পরিক্রমা করে মালদা জেলা প্রশাসনিকভবন চত্বরে এসে জমায়েত হয়। পরে সংগঠনের পক্ষ থেকে জেলাশাসকের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments