top of page

ঘর থেকে পচা-গলা দেহ উদ্ধার, চাঞ্চল্য মালদা শহরে

ঘরের ভেতর থেকে বৃদ্ধার পচা-গলা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল ইংরেজবাজারে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ইংরেজবাজার থানার পুলিশ।


মৃত বৃদ্ধার নাম রিতা বণিক (৭৫)। বাড়ি ইংরেজবাজার পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ব্যাংক কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন। বাড়ির পাশে থাকতেন বৃদ্ধার দাদা অরুণকান্তি বণিক ও তাঁর পরিবারের সদস্যরা। আজ সকালে দুর্গন্ধ পেয়ে দাদা পাশের বাড়িতে গিয়ে দিদিকে ডাকতে থাকেন। কেউ সাড়া না দেওয়ায় জানালার পর্দা সরিয়ে দেখেন বিছানায় মৃতদেহ পড়ে রয়েছে।


ফাইল ছবি।

অরুণবাবু জানান,

বাড়ির জানালা খুলতে দেখা যায় ঘরের ভেতরে মৃত অবস্থায় পরে রয়েছেন দিদি। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানার পুলিশকে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। কীভাবে কবে দিদির মৃত্যু হয়েছে তা বুঝতে পারছেন না তিনি।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page