দেওয়াল ভেঙে উদ্ধার নিখোঁজ ঠিকাদারের পচাগলা দেহ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 2
- 2 min read
চোদ্দ দিনের মাথায় দেওয়ার ভেঙে উদ্ধার হল নিখোঁজ ঠিকাদারের পচাগলা দেহ। সোমবার সকালে দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকা থেকে উদ্ধার হয় মৃতদেহটি। ব্ল্যাকমেইল করা ও পরিবারের লোকেদের প্রাণে মারার হুমকি দেওয়ার কারণেই খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি পুলিশের। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে ইংরেজবাজার থানার পুলিশ।
মালদা জেলার পুখুরিয়া থানার কোকলামারি এলাকার বাসিন্দা সাদ্দাম নাদাব। পেশায় ঠিকাদার। মালদা শহরে বসবাসকারী আত্মীয় দম্পতির বাড়িতে অফিস খুলেছিলেন তিনি। তাঁর ব্যবসার সমস্ত হিসেব নিকেশ করতেন ওই দম্পতি। গত ২৩ মে সাদ্দামের স্ত্রী নাসরিন খাতুন ইংরেজবাজার থানায় স্বামীর অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, গত ১৮ মে রাত থেকে তাঁর স্বামীর খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই দম্পতি তাঁর স্বামীকে অপহরণ করেছে বলে অনুমান করছেন তিনি।
এরপরই তদন্তে নেমে ওই দম্পতিকে জেরা শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ। জেরায় সাদ্দামকে খুনের কথা মেনে নেয় ওই মহিলা। জেলা আদালতের মাধ্যমে পুলিশি হেপাজতে নিয়ে সোমবার দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকায় ওই মহিলার বাবার বাড়ির চিলেকোটার দেওয়াল ভেঙে উদ্ধার করা হয় সাদ্দামের পচাগলা দেহ।

অভিযুক্ত মহিলার স্কুল শিক্ষক স্বামী জানান, গত ১৭ মে স্ত্রী বাবার বাড়ি গিয়েছিল। ২০ তারিখ স্ত্রীকে বাড়িতে আনি। তারপর থেকে স্ত্রী ভয়ে ভয়ে থাকত। কিন্তু বারবার জিজ্ঞাসা করার পরেও কিছু জানায়নি। অবশেষে রবিবার পুলিশের সামনে সাদ্দামকে খুনের কথা স্বীকার করে। সেই সময়ই স্ত্রী আমাকে জানায়, সাদ্দাম স্ত্রীর ওপর সৃষ্টি করত। শারীরিক নির্যাতনও চালাত। কিন্তু স্ত্রী সেসব আমাকে বলত না। আমাদেরকেও প্রাণে মারার হুমকিও দিয়েছিল। সেই কারণেই স্ত্রী সাদ্দামকে মেরেছে।
পুলিশ সূত্রে খবর, চিলেকোটা ইট সিমেন্ট দিয়ে বন্ধ করা ছিল। সেই দেওয়াল ভেঙে মৃতদেহ উদ্ধার করা হয়। দেখা যায়, সাদ্দামের দেহ দড়ি দিয়ে বেঁধে লুঙ্গিতে মুড়ে বস্তায় ভরে রাখা হয়েছিল। পরনে ছিল শুধুমাত্র একটি গেঞ্জি আর হাফপ্যান্ট। মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর সাদ্দামের গলা কেটে দেয় অভিযুক্ত মহিলা। তারপর মৃতদেহ দড়ি দিয়ে বেঁধে বস্তাবন্দি করে চিলেকোটায় ভরে ইট সিমেন্ট দিয়ে বন্ধ করে দেয়।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios