আপাতত ছোটো বিমান দিয়েই পরিসেবা চালুর সিদ্ধান্ত
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 1
- 1 min read
ডিজিসিএ-র অনুমোদন পেতে মালদা বিমানবন্দরে দ্রুত পরিকাঠামো তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার। এনিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে ১৫ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। সেই অনুমোদন মিলতেই টার্মিনাল তৈরি ও সারফেস ফ্রিক্সন টেস্টের উদ্যোগ নেবে জেলা প্রশাসন। শুক্রবার বিকেলে সেই সমস্ত কাজের বিবরণ খতিয়ে দেখতে মালদায় এলেন পরিবহন দপ্তরের অ্যাডিশনাল সেক্রেটারি আবদুর রাকিব শেখ, দপ্তরের এএমই মানস গোস্বামী। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক দেবাহূতি ইন্দ্র, ডেপুটি পুলিশ সুপার, ইংরেজবাজার থানার আইসি সহ সমস্ত দপ্তরের আধিকারিক ও ইংরেজবাজার পুরসভার প্রতিনিধিরা।

প্রায় ঘণ্টাখানেক ধরে রানওয়ে পরিদর্শনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অ্যাডিশনাল সেক্রেটারি জানান, বিভিন্ন ধাপে ধাপে মালদা বিমানবন্দরের কাজ এগোচ্ছে। আজ আমরা মালদা বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি দেখতে এসেছি। বড়ো বিমান চালানোর জন্য জমি অধিগ্রহণের জন্য কিছু সমস্যা হচ্ছে। প্রথম পর্যায়ে ছোটো বিমান দিয়েই পরিসেবা শুরু হোক। সেটা চালুর জন্য পরের ধাপে যে সমস্ত কাজ রয়েছে, সেসবের পরিকল্পনা করা, কি কি সমস্যা আসতে পারে তার অনুমান নেওয়া, সমাধান কি হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। ডিজিসিএ-র অনুমোদন পেতে যে সমস্ত কাজ করতে হবে প্রথম পর্যায়ে আমরা সেই সমস্ত কাজ করব। এই কাজের জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে ১৫ কোটির টাকার বাজেট পাঠিয়েছি। সেই অনুমোদন এলেই দ্রুত কাজ শুরু হবে।”
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments