'কালী' প্রসঙ্গে মহুয়া মৈত্রের বিরোধিতা ফিরহাদ হাকিমের
top of page

'কালী' প্রসঙ্গে মহুয়া মৈত্রের বিরোধিতা ফিরহাদ হাকিমের

‘কালী’ নিয়ে বিতর্কে এবার সাংসদ মহুয়া মৈত্রের বিরোধিতা করলেন ফিরহাদ হাকিম। পাশাপাশি বিজেপি ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে এসব পরিকল্পনা করছে বলেও দাবি করেন তিনি।


গতকাল রাতে পুরাতন মালদায় দলীয় কর্মীসভায় উপস্থিত হয়েছিলেন ফিরহাদ হাকিম। ফেরার আগে মালদা প্রেস কর্নারে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বিজেপি গোটা দেশেই গণতন্ত্র ধ্বংস করছে। বাংলায় কোথাও প্রার্থী দিতে না পারলেই বিজেপি মারধরের গল্প নিয়ে আসে। বিজেপির নীতি বোধ নেই। ক্ষমতা দখলের জন্য এরা যা ইচ্ছে তাই করতে পারে। তবে বাংলায় এসব চলবে না। নারীকে অপমান করে বিজেপি গত বিধানসভা ভোটে চড় খেয়েছে। তবে এখনও ওদের শিক্ষা হয়নি।



তিনি আরও বলেন, ধর্ম নিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করা বিজেপির ফাঁদ। অনেকেই ভুল করে সেই ফাঁদে পা দিয়ে ফেলছে। নূপুর শর্মাদের এই চালে পা দিয়ে কালী নিয়ে মন্তব্য করা রাজনৈতিকভাবে ভুল হচ্ছে। নূপুর শর্মা নোংরা কথা বললে পালটা নোংরা কথা বলতে হবে, এটা হয় না।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page