top of page

পারিবারের চার সদস্যকে খুনের ঘটনায় ফাঁসির সাজা আসিফের

ডার্ক ওয়েবের সাহায্য নিয়ে পরিকল্পনা৷ তারপর সেই পরিকল্পনামাফিক পরিবারের চার সদস্যকে খুন৷ মৃতদেহগুলিকে বাড়ির নীচে পুঁতে রেখেই চার মাস ধরে ওই বাড়িতেই বসবাস৷ কালিয়াচক ৩ ব্লকের বীরনগর গ্রাম পঞ্চায়েতের পুরোনো ১৬ মাইল এলাকার এই ঘটনায় অভিযুক্ত ছোটো ছেলে আসিফ মহম্মদকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত৷ দোষীকে আজ ফাঁসির সাজা ঘোষণা করেছেন বিচারক৷


২০২১ সালের ১৯ জুন এই ঘটনা সামনে আসে৷ সেদিনই আসিফকে সঙ্গে নিয়ে বাড়ির নীচ থেকে তার বাবা জাওয়াদ আলি, মা ইরা বিবি, বোন আরিফা খাতুন, ঠাকুমা আলেকজান বিবির মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ পুলিশি তদন্তে উঠে আসে, ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি আসিফ এই ঘটনা ঘটিয়েছিল৷ সেদিন ঠাণ্ডা পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ওই চারজনের সঙ্গে বড়ো ভাই আরিফ মহম্মদকেও খুনের চেষ্টা করেছিল সে৷ পরে অচৈতন্য দেহগুলি কফিনে তুলে প্লাস্টিক দিয়ে মুড়ে জল ভরে বন্ধ করে দেয় সে৷ সৌভাগ্যবশত আরিফের ঘুম ভেঙে যাওয়ায় কোনোমতে প্রাণে বাঁচে সে৷ এরপরেও দাদাকে খুনের হুমকি দিতে থাকে আসিফ৷ ভয়ে এই ঘটনার কথা কাউকে জানাতে পারেনি আরিফ৷ প্রায় চার মাস পর ১৮ জুন রাতে কালিয়াচক থানায় সমস্ত ঘটনা জানান আরিফ৷


ফাইল চিত্র৷
ফাইল চিত্র৷

সেই ঘটনায় ১৯ জনের সাক্ষীর ভিত্তিতে গতকালই আসিফকে দোষী সাব্যস্ত করেছিল মালদা জেলা আদালতের বিচারপতি শুভায়ু বন্দ্যোপাধ্যায়৷ আজ দু’পক্ষের বয়ান শুনে আসিফের ফাঁসির সাজার নির্দেশ দেন বিচারক৷ সরকার পক্ষের আইনজীবী বিভাস চ্যাটার্জি জানান, তিনটি ধারায় গতকাল অভিযুক্তকে দোষী সব্যস্ত করা হয়েছিল৷ আজ দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারক দোষীকে ২০১ ধারায় সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দু’মাসের কারাদণ্ড, ৩০৭ ধারায় ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দু’মাসের কারাদণ্ড এবং ৩০২ ধারায় আসিফ মহম্মদকে ফাঁসির সাজা শুনিয়েছেন৷ এই ঘটনাকে বিচারক বিরলের মধ্যে বিরলতম বলে উল্লেখ করেছেন৷

 

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page