স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু!
পারিবারিক বিবাদের জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার পান্নাপুর গ্রামে। এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।
মৃত ব্যক্তির নাম স্টিপান হাঁসদা (৩২)। স্ত্রী শ্যামলী মার্ডি গৃহবধূ। তাঁদের দুই ছেলেমেয়ে। জানা গেছে, গতকাল রাত থেকে নিঁখোজ ছিল স্টিপান হাঁসদা। এদিন সকালে গ্রামের মধ্যে অচৈতন্য অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তড়িঘড়ি তাঁকে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। মালদা মেডিকেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দাদের অনুমান গতকাল রাতে স্ত্রীর সঙ্গে বচসার জেরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে স্টিপান।
সকালে গ্রামের মধ্যে অচৈতন্য অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios