Search
আমবাগান থেকে যুবতির রক্তাক্ত দেহ উদ্ধার
- আমাদের মালদা ডিজিট্যাল
- Nov 30, 2021
- 1 min read
আম বাগান থেকে অজ্ঞাত পরিচয় যুবতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য পুখুরিয়া থানা এলাকায়। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুখুরিয়া থানা এলাকার খৈলসানা এলাকার একটি আমবাগানে যুবতির মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুখুরিয়া থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই যুবতিকে কেউ বা কারা খুন করে আমবাগানে ফেলে দিয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত সঠিকভাবে কিছু জানাতে রাজি হয়নি পুলিশ আধিকারিকরা। উদ্ধার হওয়া যুবতির পরিচয় জানার চালাচ্ছে পুলিশ।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments