নিখোঁজ ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার
নিখোঁজ ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার বাগবাড়ি বাঁধ এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে পুলিশ।
মৃত ব্যক্তির নাম জয়দেব শীল (৩৫)। বাড়ি ইংরেজবাজার থানার অন্তর্গত কোঠাবাড়ি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল বেলা বাড়ি থেকে বের হন জয়দেব। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁর খোজ শুরু করেন। অবশেষে আজ সকালে ইংরেজবাজার থানার বাগবাড়ি এলাকার বাঁধের ওপরে জয়দেববাবুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়দেববাবুর পকেট থেকে ছোটন হালদার নামে এক ব্যক্তির আধার কার্ড উদ্ধার হয়। ছোটন হালদারের স্ত্রী জানান, গতকাল লোন নেওয়ার জন্য তাঁর স্বামী আধারকার্ড জয়দেববাবুকে দিয়েছিল।
ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments