ফার্মাসি পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ বাড়িতে
শোওয়ার ঘর থেকে ফার্মাসি পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হরিশ্চন্দ্রপুরে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে আত্মহত্যা তা নিয়ে ধন্দে পরিবারের লোকজন।
মৃত ছাত্রের নাম মুজাফফর হোসেন (১৯)। বাড়ি হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের সুলতাননগর গ্রামপঞ্চায়েতের পীরগঞ্জ গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মুজাফফর ব্যাঙ্গালোরে ফার্মাসি নিয়ে পড়ত। সে তৃতীয় বর্ষে পাঠরত ছিল। শনিবার হাটেবাজারে ট্রেন ধরে কলকাতা যাওয়ার কথা। সেখান থেকে ফ্লাইট ধরে ব্যাঙ্গালোর যাওয়ার কথা ছিল মুজাফফরের। সকালে তাঁকে ডাকাডাকি করতে যান পরিবারের লোকেরা। অনেকক্ষণ ধরে ডাকাডাকির পরও দরজা না খোলায় সন্দেহ হয়। অবশেষে দরজা ভেঙে পরিবারের লোকেরা ঘরে ঢুকে মুজাফফরের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।
হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commentaires