top of page

মানিকচকে গঙ্গায় ফের ভেসে উঠল মৃতদেহ

ফের গঙ্গায় মৃতদেহ ভেসে আসার ঘটনায় চাঞ্চল্য মানিকচকে। আজ দুপুরে মানিকচকের জোটপাটটা এলাকায় গঙ্গা নদীর তীরে মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।



উল্লেখ্য, উত্তরপ্রদেশে নদীতে করোনায় মৃতদের দেহ ভাসিয়ে দেওয়ার অভিযোগে হইচই পড়েছিল দেশজুড়ে। এরপরেই মানিকচকে সেই দেহ ভেসে আসার অভিযোগ ওঠে। আজ ফের মানিকচকে গঙ্গা নদীতে মৃতদেহ ভেসে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিহার-ঝাড়খণ্ড থেকেও মৃতদেহটি আসতে পারে বলে অনুমান করছেন তাঁরা। তবে মৃতদেহটি করোনা আক্রান্তের কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে তাঁদের। মানিকচকে একের পর এক দেহ উদ্ধারের ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।


এদিকে, ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশও।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

コメント


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page