মুখোশ নাচে মাতল গম্ভীরা উৎসবের দ্বিতীয় দিন
top of page

মুখোশ নাচে মাতল গম্ভীরা উৎসবের দ্বিতীয় দিন


মুখোশ নাচে মাতল গম্ভীরা উৎসব

মঙ্গলবারের দিনটি ছিল পুরাতন মালদার ঐতিহ্যশালী গম্ভীরা উৎসবের দ্বিতীয় দিন। এদিন ভোরবেলা শর্বরীর চামুণ্ডা কালী বাড়ি থেকে মুখোশ নাচের মাধ্যমে দ্বিতীয় দিনের সূচনা করা হয়। দুটি চামুণ্ডা দেবীর মুখোশ ও স্বর্ণকালী দেবীর মুখোশ নিয়ে স্থানীয় তিন বাসিন্দা ঢাকের তালে নৃত্য পরিবেশন করেন। রীতি অনুযায়ী যারা মুখোশ নৃত্য করেন তাঁরা আগের দিন থেকেই সংযম পালন করেন। বৈশাখ মাসের সংক্রান্তির আগের দিন এই মুখোশ নৃত্য পরিবেশিত হয়। (#GambhitaUtsab)



বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page