top of page

অন্ধকার নেমে এলেই কবরস্থানের পাশের রাস্তায় যেতে নারাজ চাঁচলবাসী

গত পাঁচ মাস ধরে হাইমাস্ট বাতি জ্বলছে না চাঁচল ১ ব্লকের ধঞ্জনা ৯৬ নং বুথের কবরস্থান সংলগ্ন রাস্তায়। বিপাকে পড়ছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, এই রাস্তাটি বেশ জনবহুল, সন্ধে হলেই অন্ধকার নেমে আসে কবরস্থান মোড়ে। ফলে চরম দুর্ভোগে পড়তে হয় গ্রামবাসীদের। অবিলম্বে বন্ধ হয়ে যাওয়া পথবাতিটি চালু ও পুনর্নির্মাণের দাবি তুলেছেন বাসিন্দারা। আজ মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েত দপ্তরে হাইমাস্ট বাতি পুনর্নির্মাণের দাবিতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। পঞ্চায়েত প্রধান গোপাল চৌধুরি ও সম্পাদক রাকিব হোসেন পথবাতিটি দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছেন।



এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন জানান, হাইমাষ্ট টাওয়ারের ভিত্তিতে ফাটল ধরেছে। পাশেই রয়েছে হাই মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ফাটলের ফলে যেকোনো সময় বিপত্তি ঘটতে পারে।


ভিডিয়োঃ উজির আলি

תגובות


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page