top of page

বাঁধ কাটল কালিয়াচক ৩ ব্লকেও, আতঙ্কে ঘর ছাড়ছেন স্থানীয়রা

পশ্চিম রতনপুরের পর গঙ্গার বাঁধ কাটল কালিয়াচক ৩ ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বিহারিটোলায়। ইতিমধ্যে প্রবল স্রোতে জল ঢুকতে শুরু করেছে ওই গ্রামেও। আতঙ্কে নিজেদের ঘর ভেঙে জিনিসপত্র সরাতে শুরু করেছেন ওই এলাকার অনেকেই। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন।


বিহারিটোলার বাসিন্দা বরকত শেখ জানান, আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বাঁধ ছিল৷ হঠাৎ নদী পাড় কাটতে শুরু করে৷ পাড়ের কলাবাগান, বাঁশবাগান সব তলিয়ে যেতে শুরু করে৷ সকাল থেকে প্রায় ২০০ মিটার কেটে গিয়েছে। দুটো বাড়িও ইতিমধ্যে তলিয়ে গিয়েছে। তাই সময় থাকতে ঘর ভাঙতে শুরু করেছি।


ree

আরেক স্থানীয় বাসিন্দা নাসিম আক্রাম বলেন, নদী পাড়ে আমাদের সাড়ে চার কাঠা জায়গার পাশাপাশি বাঁশবাগান রয়েছে। সকাল থেকে স্থানীয় বাসিন্দাদের মুখে খবর পাই, গঙ্গা বাঁধ কাটছে। ঘটনাস্থলে ছুটে এসে দেখি গঙ্গা বাঁধের প্রায় দেড়শো মিটার কেটে ফেলেছে। নদীর জল বিহারিটোলায় ঢুকতে শুরু করেছে। তাই সকলে নিজেদের সামগ্রী নিয়ে এলাকা ছেড়ে যেতে চাইছেন।


তহিদুর রহমান জানান, নদীর ধারে ১৫-২০টি বাঁশঝাড় ছিল৷ সব নদীতে কেটে গিয়েছে৷ এখন গ্রামে জল ঢুকছে৷ ভয়ে গ্রামের সকলে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন। প্রশাসনের কাছে আমাদের আবেদন, দ্রুত আমাদের থাকার কোনও ব্যবস্থা করা হোক।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page