top of page

ডাকাতি করার আগেই পুলিশের জালে সাত দুষ্কৃতী

বুধবার গভীর রাতে ডাকাতি করার আগেই পুলিশের জালে ধরা পড়ল ৭ দুষ্কৃতী৷ ঘটনাটি ঘটেছে মালদা শহরের আইটিআই মোড়ে৷ তবে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছে আরও দুই দুষ্কৃতী৷ ধৃতদের হেপাজত থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে৷ যদিও তাদের কাছে কোনও আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে৷


Dacoit arrested by English Bazar police

ইংরেজবাজার থানা সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে নিজস্ব সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে শহরের আইটিআই মোড়ে হানা দেন পুলিশকর্মীরা৷ সেই সময় অস্ত্রশস্ত্র সহ সেখানে জড় হয়েছিল ৯ জনের একটি ডাকাতদল৷ পুলিশ দেখে তাদের মধ্যে দুজন পালিয়ে গেলেও ধরা পড়ে যায় ৭ জন৷ তাদের মধ্যে রাহুল শেখ (২৪), শিবু সাহা (২২), রঞ্জন দাস (১৮) ও অমর সিং (১৮)-এর বাড়ি ইংরেজবাজার থানা এলাকায়৷ বাকি বিশ্বজিৎ চৌধুরি (২০), সাহেব শেখ (২৮) ও সফিকুল শেখ (২৩) কালিয়াচক থানা এলাকার বাসিন্দা৷ তাদের হেপাজত থেকে বেশ কয়েকটি ধারালো অস্ত্র, দড়ি প্রভৃতি বাজেয়াপ্ত করা হয়েছে৷ জেরার মুখে তারা স্বীকার করেছে, শহরে কোনও গৃহস্থ বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যেই তারা সেখানে জড় হয়েছিল৷ ধৃত ৭ জনকেই এদিন জেলা আদালতে তোলা হয়েছে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন



Commentaires

Les commentaires n'ont pas pu être chargés.
Il semble qu'un problème technique est survenu. Veuillez essayer de vous reconnecter ou d'actualiser la page.

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page