বাংলায় ঢুকছে ফণী, আকাশের মুখ ভার মালদাতেও
ওড়িশা পেরিয়ে এখন পশ্চিমবঙ্গের দোরগোড়ায় ঘূর্ণিঝড় ফণী। আকাশ কালো করে বৃষ্টি নেমেছে কলকাতায়। সকাল থেকে বৃষ্টি চলছে দিঘা ও সুন্দরবনেও। এদিকে উত্তরবঙ্গে মালদা জেলাতেও ফণীর প্রভাব পড়তে শুরু করেছে। সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আকাশ কালো মেঘে ঢাকা। ৪ মে গভীর রাত ও ভোরের মধ্যে রাজ্যে ফণী প্রবেশ করবে এই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস। তার আগেই সকালে রাজ্যে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
留言