১০জন বেসরকারি গাড়ির চালককে সুরক্ষাশ্রী সম্মান
শুক্রবার বিপিন বিহারি ঘোষ টাউন হলে মালদা জেলার সমস্ত দুর্গাপূজা ও মহরম কমিটিগুলির সাথে জেলা প্রশাসনের এক বৈঠক হয়। এই বৈঠকে আসন্ন পূজার দিনগুলিতে ও মহরমের দিনে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই নিয়ে সকল ক্লাব ও মহরম কমিটিগুলিকে সতর্ক করা হয়।
অনুষ্ঠানে কোনোপ্রকার ডিজে যন্ত্র বাজানো যাবে না বলে নির্দেশ জারি করা হয়েছে।
এছাড়া বিগত বছরের ন্যায় এবছরও পুজার আবেদন অনলাইনে করতে হবে বলে জানানো হয়। অনুষ্ঠানে মালদা জেলাশাসক সহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের তথা দুই পুরসভার বিভিন্ন অধিকারিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে ১০জন বেসরকারি গাড়ির চালককে সুরক্ষাশ্রী সম্মান প্রদান করা হয় যারা বিগত বছরে গাড়ি চালানোর সময় দায়িত্বপূর্ণ আচরণ করেছেন এবং তাদের গাড়িতে কোনো প্রাণহানি ঘটেনি। এছাড়া মানিকচক ব্লক, ইংরেজবাজার ব্লক ও মোথাবাড়ি অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য কিছু ব্যক্তিকে সম্মান প্রদান করা হয়।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commentaires