top of page

জেলায় পালিত কন্যাশ্রী দিবস

পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের নির্দেশে মালদা জেলা নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে মালদা জেলায় পালিত হল কন্যাশ্রী প্রকল্পের ৫ম বর্ষের সাফল্য। মঙ্গলবার দুপুরে দুর্গাকিঙ্কর সদনে এক অনুষ্ঠানে এই প্রকল্পের সাফল্যগুলি তুলে ধরা হল।প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার অর্ণব ঘোষ, অতিরিক্ত জেলাশাসক পদম সুমন, জেলাপরিষদের সভাপতি সরলা মুর্মু, ইংরেজবাজার পুরসভার কাউন্সিলার চৈতালি সরকার, জেলাপরিষদের সদস্য প্রতিভা সিং সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকগণ। জেলাশাসক বিগত ৫ বছরে মালদা জেলায় কন্যাশ্রীর (#Kanyashree) সাফল্যগুলি তুলে ধরেন। অনুষ্ঠানে জেলার কিছু ছাত্রীকে কন্যাশ্রী প্রদান করা হয়।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page