top of page

লক্ষ্মীর ভাণ্ডারে নাম লেখাতে চূড়ান্ত বিশৃঙ্খলা, অসুস্থ একাধিক মহিলা

পুরাতন মালদার সাহাপুর হাইস্কুলে দুয়ারে সরকার শিবিরে মহিলাদের হুড়োহুড়িতে ঘটল বড়ো ধরনের বিপত্তি। ভিড়ের চাপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি, একে অপরের ওপর আছড়ে পড়লেন মহিলারা। এই ঘটনায় প্রায় ১০ জনের বেশি মহিলা অসুস্থ হয়েছেন। অসুস্থদের উদ্ধার করে স্থানীয় মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় মালদা থানার পুলিশ এবং সিভিক ভলান্টিয়াররা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মূলত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম লেখাতে হুড়োহুড়ি পড়ে যায় মহিলাদের। ভোর থেকে স্কুলের বাইরে লাইনে দাঁড়ান প্রচুর মহিলা। সকাল সাড়ে দশটা নাগাদ ক্যাম্প শুরুর আগেই হাজারেরও বেশি মহিলার ভিড় জমে যায় স্কুলের সামনে। স্কুলের দরজা খুলতেই হুড়োহুড়িতে একে অপরের গায়ে হুমড়ি খেয়ে পড়েন মহিলারা। অসুস্থ হন অনেকেই। পরে মালদা থানার পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয়।


[ আরও খবরঃ মেরামতির জন্য একমাস বন্ধ থাকবে রথবাড়ি ফ্লাইওভার ]আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page