ঐতিহ্যবাহী কালীদৌড় দেখতে উপচে পড়ল ভিড়
top of page

ঐতিহ্যবাহী কালীদৌড় দেখতে উপচে পড়ল ভিড়

রীতি মেনে আয়োজিত হল মালতিপুরের ঐতিহ্যবাহী কালীদৌড় প্রতিযোগিতা। মঙ্গলবার সন্ধেয় এই প্রতিযোগিতা দেখতে মানুষের ভিড় উপচে পড়ে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩৫০ বছর আগে চাঁচলের তৎকালীন রাজা শরৎচন্দ্র রায়চৌধুরি এই কালীদৌড় প্রতিযোগিতা চালু করেছিলেন। সেই সময় ওই এলাকায় একটিমাত্র পুকুর ছিল। সেই পুকুরেই একাধিক কালী প্রতিমার বিসর্জন করা হত। সেই প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এই প্রতিযোগিতা শুরু করা হয়।



এই প্রতিযোগিতার নিয়ম ছিল কালীদৌড়ে যে প্রতিমা অক্ষুণ্ণ থাকবে সেই প্রতিমাকেই প্রথম বিসর্জন দেওয়া হবে। সেই থেকেই এই প্রতিযোগিতা চলে আসছে। বর্তমানে ওই এলাকার আটটি কালী প্রতিমা এই কালীদৌড়ে অংশ নেয়। গতকালও আটটি পুজো কমিটি ও এলাকাবাসী একত্রিত হয়ে কালী প্রতিমাকে কাঁধে তুলে এই প্রতিযোগিতায় অংশ নেন। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ওই এলাকায় প্রচুর দর্শকের আগমন হয়।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page