top of page

প্রিয় চিকিৎসকের বদলি রুখতে পথে নামল জনতা

চিকিৎসক নিগ্রহের একাধিক খবর রাজ্য জুড়ে ধরা পড়েছে। এবার চিকিৎসকের বদলি রুখতে রাস্তায় ঝাঁপিয়ে পড়ার ছবি ধরা পড়ল মালদায়।


কালিয়াচকের গোলাপগঞ্জ গ্রামীণ হাসপাতালে ৩৫ বছর ধরে পরিসেবা দিয়েছেন ডাক্তার মনোরঞ্জন বিশ্বাস। তিনি মুখ্যমন্ত্রীর হাত থেকে বিশেষ চিকিৎসকের পুরষ্কারও পেয়েছেন। সম্প্রতি তাঁর বদলির নোটিশ আসে। সেই খবর চাউর হতেই ডাক্তারবাবুর বদলি রুখতে রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দারা। ডাক্তারবাবুকে গ্রামীণ হাসপাতালে বহাল রাখার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে বাসিন্দারা। তাঁদের সাফ কথা, কোনভাবেই মনোরঞ্জনবাবুকে বদলি করা যাবে না। তিনি দিনরাত এক করে সাধারণ মানুষকে পরিষেবা দিয়েছেন। প্রয়োজনে সবসময় তিনি পাশে থেকেছেন। তাঁকে গোলাপগঞ্জ গ্রামীণ হাসপাতালেই বহাল রাখতে হবে। তার জন্য যদি তাঁদের অনশনে বসতে হয় তাতেও বসতে রাজি তাঁরা।



[ আরও খবরঃ মাল্টি সিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম, নতুন রোগে মেডিকেল কলেজে ভরতি ২০ শিশু ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Tags:

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page