top of page

বন্ধ ফ্লাইওভার, যানজট এড়াতে প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার

শহরের ব্যস্ততম এলাকা রথবাড়ি মোড়। সেই রথবাড়ি মোড়ের রেলওয়ে ক্রসিংয়ের আন্ডারপাস নির্মীয়মাণ। একই সময়ে সংস্কারের জন্য বন্ধ করা হয়েছে ফ্লাইওভারও। এই পরিস্থিতিতে রেলওয়ে ক্রসিংয়ের জন্য প্রায় দুই কিলোমিটার ঘুরে কৃষ্ণপল্লি আন্ডারপাস দিয়ে যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদের। সেখানেও সমস্যা পিছু ছাড়ছে না। প্রায়শই ওই রাস্তাতে যানজট দেখা দিচ্ছে। বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করতে দেখা যাচ্ছে মানুষদের।



মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি রেলওয়ে আন্ডারপাসের কাজ প্রায় দেড় বছর ধরে চলছে। ওই রাস্তা দিয়ে চলাচলের একমাত্র মাধ্যম ছিল রথবাড়ি ফ্লাইওভার। সম্প্রতি সংস্কারের জন্য সেই ফ্লাইওভার দিয়ে যাতায়াত বন্ধ করছে জেলা প্রশাসন। পরিবর্তে কৃষ্ণপল্লি ও মালঞ্চপল্লি দিয়ে যাতায়াত করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু প্রায়শই সেখানে যানজট দেখা যাচ্ছে। যানজট এড়াতে বাধ্য হয়েই প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করছে মানুষ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Commenti


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page