top of page

কালিন্দ্রীতে কুমির! চাঞ্চল্য মানিকচকের কাঞ্চনটোলায়

নদীতে কুমির দেখা গিয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বন দফতর। তবে বন দফতরের কর্মীদের নজরে কিছু আসেনি। আপাতত স্থানীয়দের নদীতে নামতে নিষেধ করা হয়েছে বন দফতরের পক্ষ থেকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মানিকচকের কাঞ্চনটোলা এলাকায়।

Crocodile-in-Kalindri-river-at-Kanchantola-Manikchak
আপাতত স্থানীয়দের নদীতে নামতে নিষেধ করা হয়েছে বন দফতরের পক্ষ থেকে

স্থানীয় বাসিন্দাদের দাবি, আজ দুপুরে কালিন্দ্রী নদীতে একটি কুমির দেখা যায়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় মানুষের ভিড় জমে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরাও। ঘটনাস্থলে যান মানিকচক থানার পুলিশও। তবে বন দফতর কিংবা পুলিশের চোখে এমন কিছু পড়েনি। আপাতত স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি নদীতে নামার ওপরও অস্থায়ী ভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page