বিহার সীমান্ত থেকে লক্ষাধিক টাকা সহ ধৃত দুষ্কৃতী
বিহার সীমান্ত থেকে ছিনতাইয়ের ঘটনায় যুক্ত এক দুষ্কৃতীকে গ্রেফতার করল চাঁচল থানার পুলিশ। ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয়েছে ১ লক্ষ ৫ হাজার টাকা। ধৃতকে আজ পুলিশি হেপাজতের আবেদনে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
ধৃত ব্যক্তির নাম সঞ্জয় সিংহ (৪৭)। বাড়ি জলপাইগুড়ির ফাটাপুকুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ জুন ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। হাইমাদ্রাসার এক অবসর প্রাপ্ত শিক্ষক মহম্মদ আনওয়ারুল হোসেন ৮১ নম্বর জাতীয় সড়কেরধারে ব্যাগ রেখে দোকান খুলছিলেন। সেই সময় দুই দুষ্কৃতী ব্যাগ নিয়ে মোটরবাইকে করে পালিয়ে যায়। ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করে চাঁচল থানার পুলিশ। গতকাল সন্ধেয় বিহার সীমান্তের স্বরূপগঞ্জ নাকা পয়েন্টে এক লাখ পাঁচ হাজার টাকা সহ ওই ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ।
বাকি টাকা ও অপর দুষ্কৃতীর খোঁজ পেতে ধৃতকে আজ পুলিশি হেপাজতের আবেদনে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করে চাঁচল থানার পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments