মিথ্যা ইভটিজিংয়ের অভিযোগে পড়ুয়ার কান কাটল যুবক
ইভটিজিংয়ের মিথ্যা অভিযোগে স্কুল পড়ুয়ার কান কাটল এক যুবক। অভিযুক্ত পড়ুয়ার প্রতিবেশী। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কৃষ্ণপল্লী এলাকায়। আহত ছাত্র আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আক্রান্ত ছাত্রর নাম দেবু দাস (১৪)। সে স্থানীয় স্কুলে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে। জানা গিয়েছে, লোডশেডিংয়ের কারণে তীব্র গরমে দেবু দাস পরিবারের লোকজনের সঙ্গে বাড়ির বাইরে বসেছিল। সেই সময় এলাকার এক যুবক, ছোটন দাস মদ্যপ অবস্থায় এসে দেবুর দাদা গোপাল দাসকে বলে দেবু তার স্ত্রীকে ইভটিজিং করেছে। প্রতিবাদ করলে গোপালের সঙ্গে বচসা বাধে ছোটনের। অভিযোগ, বচসা চরম আকার নিলে মদ্যপ অবস্থায় ছোটন বাড়ি থেকে বঁটি নিয়ে এসে গোপালকে খুনের চেষ্টা করে। দাদাকে বাঁচাতে গিয়ে বঁটির আঘাতে বাম কান কেটে যায় দেবুর। চিৎকার-চ্যাঁচামেচিতে অভিযুক্ত ছোটন দাস সেখান থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় দেবুকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছোটন দাস। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
Comments