বস্তা রাখা নিয়ে বচসার জেরে হাঁসুয়ার কোপে আক্রান্ত মহিলা
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 10, 2019
- 1 min read
Updated: Dec 18, 2019
বাড়ির সামনে সিমেন্টের বস্তা রাখাকে কেন্দ্র করে বচসার জেরে এক মহিলা পঞ্চায়েত সদস্যাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় মহিলা সদস্যার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের নরহাট্টা গ্রামপঞ্চায়েতের নাগ্রায় গ্রামে।
আক্রান্ত গ্রাম পঞ্চায়েত সদস্যার নাম নাজিমা বিবি (৩৯)। জানা গিয়েছে, নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা নাজিমা বিবির বাড়ির সামনে রাস্তা আটকে সিমেন্টের বস্তা রাখছিলেন জামিরুল হকরা। অভিযোগ, বাধা দিলে জামিরুল হক, আজিমুল হক এবং রুহুল হক নাজিমা বিবিকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল ভর্তি করেন। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা।
প্রতীকী ছবি। #EnglishBazar
Comments