top of page

চায়ের আড্ডায় হঠাৎ এঁড়ে লড়াই, প্রাণ বাঁচাতে জ্বালানো হল মশাল

দুটি ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল মালদা শহরের পোস্টঅফিস মোড়ে। অবশেষে মশাল জ্বালিয়ে দুই ষাঁড়ের লড়াই থামানো হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।



মঙ্গলবার রাতে হঠাৎ দুটি ষাঁড় মুখোমুখি দাঁড়িয়ে পড়ে। নিজেদের রাস্তাবদল করতে নারাজ দুই ষাঁড়ই। নিমেষের মধ্যে দুই ষাঁড়ের মধ্যে শিং দিয়ে গুঁতোগুঁতি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে রাতে ভিড় জমে চায়ের আড্ডায়। উপস্থিত সকলেই সেখানে আতঙ্কিত হয়ে পড়েন। শিংয়ের লড়াইয়ে দাঁড়িয়ে থাকা মোটরবাইক এদিক ওদিক ছিটকে পড়তে থাকে। লড়াই থামাতে গেলে পথচলতি মানুষের পেছনেও ধাওয়া করতে দেখা যায় শিবের বাহনকে। আতঙ্কিত হয়ে পড়তে দেখা যায় পথের কুকুরদেরও। প্রায় ঘণ্টাখানেক চলতে থাকে লড়াই। শেষে এক যুবক মশাল জ্বালিয়ে দুই ষাঁড়ের লড়াই বন্ধ করে।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page