top of page

গোরু চুরি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধৃত বাংলাদেশি, চলল উত্তমমধ্যম

গোরু চুরি করতে গিয়ে গ্রামবাসীদের কাছে হাতেনাতে ধরা পরল এক গোরু চোর। ধৃত গোরু চোরকে ধরে উত্তমমধ্যম দেয় উত্তেজিত জনতা। ধৃতকে আজ হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার আইহো অঞ্চলের বক্সীনগর কোড়াপাড়া এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার মধ্যরাত্রে বাংলাদেশের দুই ব্যক্তি গোরু চুরি করতে আসে। স্থানীয় বাসিন্দারা একজনকে হাতেনাতে ধরে ফেললেও অপরজন পালিয়ে যায়। গ্রামবাসীরা ধৃত ব্যক্তিকে মারধর করে বেঁধে রাখে। আজ সকালে ধৃতকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। প্রাথমিক চিকিৎসার পর আদালতে যাওয়ার পথে ধৃত জানিয়েছে, সে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।



এই ঘটনায় ধৃত ব্যক্তির নাম জানা যায়নি। ঘটনা নিয়ে জেলা পুলিশের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

留言


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page