top of page

সুজাপুরে ৪৫ বেডের কোভিড হাসপাতাল উদ্বোধন ফিরহাদের

করোনা মোকাবিলায় সুজাপুর স্বাস্থ্যকেন্দ্রের মাতৃমা বিভাগকে কোভিড ইউনিটে রূপান্তরিত করা হল। বুধবার ৪৫ বেডের এই কোভিড ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।


উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, রাজ্যসভার সাংসদ মৌসম নুর, জেলা স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতৃত্ব। মন্ত্রী জানান, এই স্বাস্থ্যকেন্দ্রের মাতৃমা বিভাগকে আজ থেকে কোভিড হাসপাতাল করা হল। এখানে অক্সিজেন সরবরাহ সহ অন্যান্য ব্যবস্থা থাকবে। তবে আশঙ্কাজনক রোগীদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হবে। যতদিন না কোভিড নির্মূল হচ্ছে ততদিন এই কোভিড ইউনিট চালু থাকবে৷ প্রতিটি গ্রামীণ হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রেই যাতে এমন ইউনিট তৈরি করা যায়, তার চেষ্টা করা হচ্ছে৷



[ আরও খবরঃ জীবিকা বদলে চলছে জীবনের লড়াই ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page