মালদায় শুরু করোনা টিকাকরণ, প্রথম টিকা পেলেন কৃষ্ণা
অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতেও শুরু হল করোনা টিকাকরণ। জেলার আটটি কেন্দ্রে এই টিকাকরণ চলছে। প্রতিটি কেন্দ্র থেকে ১০০ জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হয়েছে। টিকা নেওয়ার পরে এখনও কোনও স্বাস্থ্যকর্মীর মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া মেলেনি। আজ মালদা মেডিকেল কলেজে করোনা টিকাকরণ খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক শৈবাল ব্যানার্জি সহ অন্যান্য কর্তারা।
জেলায় প্রথম করোনার টিকা পেয়েছেন কৃষ্ণা মণ্ডল নামে মালদা মেডিকেল কলেজের এক নার্স৷ মালদা মেডিকেল কলেজ ছাড়াও টিকাকরণ চলছে চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতাল, কালিয়াচক ১ ব্লকের সিলামপুর, কালিয়াচক ৩ ব্লকের বেদরাবাদ, হরিশ্চন্দ্রপুর, মানিকচক, রতুয়া ও বামনগোলা গ্রামীণ হাসপাতালে৷
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শৈবাল ব্যানার্জি জানান, আজ জেলার আটটি কেন্দ্রের প্রতিটি কেন্দ্র থেকে ১০০ জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার পর প্রত্যেককে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কারো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। যাঁদের আজ ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হচ্ছে, তাঁদের চার সপ্তাহ বা ছয় সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে৷ দু’জন স্বাস্থ্যকর্মীর অ্যালার্জি থাকায় তাঁদের টিকা দেওয়া হয়নি।
[ আরও খবরঃ ব্রাউন শুগার ও ১১ লক্ষ টাকা সহ ধৃত দুই কারবারি ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários