আদালত চত্বরে দুই পরিবারের হাতাহাতি। গুরুতর জখম এক স্কুল শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। বধূ নির্যাতনের অভিযোগে স্কুল শিক্ষককে মারধরের অভিযোগ। অন্যদিকে, বাবাকে অপহরণের অভিযোগ তুলেছেন ওই শিক্ষক। গোটা ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল দশটা নাগাদ মালদা জেলা আদালত চত্বরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গিয়েছে, ইংরেজবাজার থানার নিয়ামতপুর এলাকার এক যুবতির সাথে বিয়ে হয় মোথাবাড়ি এলাকার প্রাথমিক শিক্ষক নইমুদ্দিনের। যুবতির বাড়ির লোকদের অভিযোগ, গত এক বছর আগে ২৫ লক্ষ টাকা পণ নিয়ে বিয়ে করে নইমুদ্দিন সেখ। এরপর থেকেই স্ত্রীকে শারীরিক ও মানসিক অত্যাচার করতে থাকে সে।
এদিকে, নইমুদ্দিন সাহেব জানান, স্ত্রীকে ফেরত পাওয়ার জন্য তিনি আদালতে মামলা করেছিলেন। আজ আদালত চত্বরে তাঁকে মারধর করে তাঁর বাবাকে অপহরণ করে শ্বশুরবাড়ির লোকজন। সমস্ত ঘটনা জানিয়ে তিনি ইংরেজবাজার থানার অভিযোগ দায়ের করেছেন।
Commenti