top of page

৫০০ টাকায় মিলছে কুপন, আধার সেবা কেন্দ্রে সক্রিয় দালাল চক্র

  • Mar 17, 2020
  • 1 min read

মালদা জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন আধার সেবা কেন্দ্রে দালালচক্রের অভিযোগ উঠল। অর্থের বিনিময়ে আধার কার্ডের কুপন কেনাবেচা চলছে বলে অভিযোগ গ্রাহকদের। যদিও এপ্রসঙ্গে প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আজ সকালে ইংরেজবাজারের বাধাপুকুর থেকে আধার কার্ড (#AadhaarCard) করতে আসেন এক মহিলা। তাঁর অভিযোগ, গতকাল তিনি আধার কার্ড করতে এসেছিলেন। কিন্তু কুপন পাননি। সেই সময় স্থানীয় এক ব্যক্তি তাঁকে কুপন দেওয়ার জন্য ৫০০ টাকা দাবি করে। তিনি টাকা দিলে তাঁকে আজ সকালে কুপন নিতে বলে ওই ব্যক্তি। আজ সকাল থেকে তিনি ওই ব্যক্তিকে খুঁজছেন তিনি দেখা পাচ্ছেন না।



সাধারণ মানুষের সুবিধার্থে জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় আধার সেবা কেন্দ্র খোলা হয়েছে। কিন্তু প্রশাসনিক ভবনের পাশেও গজিয়ে উঠেছে দালাল চক্র। জানা গেছে, দূর প্রান্ত থেকে আসা ব্যক্তিরা কুপন না পেলে ৫০০ টাকার বিনিময়ে তাদের কুপন দেওয়া হচ্ছে। আধার সংশোধনের কর্মীদের মদতেই এই দালাল চক্র গজিয়ে উঠেছে বলেও অভিযোগ গ্রাহকদের।


মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page