কালোবাজারি রুখতে চাষিদের কুপন বিলি
হিমঘরের বন্ড নিয়ে কালোবাজারি রুখতে প্রশাসনের নির্দেশে কুপন বিলি শুরু করল হিমঘর কর্তৃপক্ষ। প্রথম দিনেই কুপন সংগ্রহের জন্য চাষিদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। এই কুপন দেখিয়ে চাষিরা নির্ধারিত দিন বন্ড সংগ্রহ করতে পারবেন।
আলু সংরক্ষণের জন্য বুধবার থেকে পুরাতন মালদার বিভিন্ন হিমঘরে কুপন বিলি শুরু হয়েছে৷ এক আলুচাষি মনোজ সরকার জানান, হিমঘরে আলু রাখার জন্য কুপন দেওয়া হচ্ছে। পরে বন্ড কাটতে হবে। এখানে অনেক চাষি কুপন সংগ্রহ করেছেন। আগে আলু সংরক্ষণ করতে ঝামেলা হত৷ গত বছর থেকে সেই সমস্যা অনেকটাই কমে গিয়েছে। গত বছরের মতো এবছরও বন্ডের কুপন দেওয়া হয়েছে৷ প্রতি কুপনে কতটা বন্ড দেওয়া হবে সেটা এখনই বোঝা যাচ্ছে না৷

এক হিমঘরের মালিক বিভূতিভূষণ ঘোষ জানান, মালদা জেলায় মোট হিমঘরের সংখ্যা ১৫৷ এর মধ্যে চারটি হিমঘর সমবায় নিয়ন্ত্রিত৷ মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে আলু সরক্ষণের কুপন বিলি করা হচ্ছে৷ পুলিশের উপস্থিতিতে আমরা সুষ্ঠুভাবে বন্ডের কুপন বিলি করছি৷ প্রতিটি কুপনে বন্ড সংগ্রহের তারিখ চিহ্নিত রয়েছে৷ আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি চাষিরা সেই কুপন দেখিয়ে বন্ড সংগ্রহ করতে পারবেন৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Kommentarer