ঝড়ে ভেঙে পড়ল বাড়ি, পুলিশি তৎপরতায় রক্ষা পেলেন দম্পতি
গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ঝড়-বৃষ্টিতে বাড়ি ধসে পড়েছিল। পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচলেন দম্পতি। বিষয়টি জানাজানি হতেই পুলিশকে ধন্যবাদ জানাচ্ছেন এলাকার সকলে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের কাপাইচণ্ডী গ্রামে।
নিম্নচাপের জেরে গতকাল সকাল থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়ে। মাঝেমধ্যেই ঝোড়ো হাওয়া বইছে। গতকাল রাতে খাবার খেয়ে নাতনি নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন দাস দম্পতি। মাঝরাতে নাতনি শৌচকর্ম করতে ঘরে বাইরে গিয়েছিল। সেই সময়ই ঝড়ের দাপটে ভাঙাচোরা বাড়িটি দাস দম্পতির ওপর ভেঙে পড়ে। ভাঙা ঘরের নিচে চাপা পড়ে যান আনন্দ দাস ও তাঁর স্ত্রী ভাগো দাস। প্রাণে বাঁচতে ধ্বংসস্তূপের নীচ থেকে চিৎকার শুরু করেন দাস দম্পতি৷ চিৎকার করতে থাকে নাতনিও৷ যদিও ঝড়-বৃষ্টির শব্দে তাঁদের চিৎকার কেউ শুনতে পাননি। সৌভাগ্যবশত সেই সময় রাত পাহারার দায়িত্বে থাকা হরিশ্চন্দ্রপুর থানার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। চিৎকারের শব্দ কানে পৌঁছয় কর্তব্যরত পুলিশকর্মীদের। আওয়াজ শুনে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগান পুলিশকর্মী সহ সিভিক ভলান্টিয়াররা। অবশেষে দুজনকে উদ্ধার করে কুশিদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার হয়।
আনন্দবাবু জানান, “গতকাল রাত দেড়টা নাগাদ বৃষ্টি পড়ছিল৷ নাতনি শৌচকর্ম করতে বাইরে গিয়েছিল৷ হঠাৎ বাড়ি ভেঙে যায়৷ সেই সময় পুলিশ রাস্তা দিয়ে যাচ্ছিল৷ আমাদের চিৎকার শুনে পুলিশকর্মীরা ছুটে এসে আমাদের উদ্ধার করে৷ ঘরে একটা ছাগল ছিল৷ সেটা মারা গিয়েছে৷ পুলিশ না থাকলে আমরাও মারা যেতাম৷”
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments