top of page

মিউজিক সিস্টেমে ১২ কোটি টাকার হেরোইন! আটক দম্পতি

মালদা টাউন স্টেশন থেকে ১২ কোটি টাকার হেরোইন সহ এক দম্পতিকে গ্রেফতার করল এসটিএফ। ধৃত দম্পতির বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে স্পেশাল টাস্ক ফোর্সের পক্ষ থেকে। ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


এসটিএফ সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে খবর ছিল মুর্শিদাবাদের লালগোলার এক দম্পতি উত্তর-পূর্ব ভারত থেকে আড়াই কিলো হেরোইন নিয়ে মালদা স্টেশনে আসছে। সেই তথ্যের ভিত্তিতে মালদা টাউন স্টেশনে হানা দেয় এসটিএফ। তথ্য অনুযায়ী মালদা স্টেশনের বাইরে থেকে এক দম্পতিকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা একটি মিউজিক সিস্টেমের ভেতর থেকে উদ্ধার হয় আড়াই কেজি হেরোইন। গ্রেফতার করা হয় ওই দম্পতিকে। ধৃতদের নাম গোলাম মোস্তাফা (২৭) এবং রিয়া শাফিন (২০)। তারা অসমের ধুবড়ির বাসিন্দা।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page