জমি বিবাদের জেরে দম্পতিকে মারধরের অভিযোগ উঠল বৈষ্ণবনগরে। প্রাথমিক চিকিৎসার পর মহিলাকে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত অবস্থায় বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন এক ব্যক্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আক্রান্ত ব্যক্তির নাম গোপাল মণ্ডল (৩৮)। বাড়ি বৈষ্ণবনগর থানার বিননগর ১৬ মাইল এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, গোপালবাবুর বসতভিটের কিছুটা অংশ দীর্ঘদিন ধরেই দখল করার চেষ্টা করছিল আত্মীয় সুভাষ মণ্ডল ও সুশান্ত মণ্ডল। সোমবার নিজের জমিকে বেড়া দিয়ে ঘিরছিলেন গোপালবাবু। অভিযোগ, সেই সময় তাঁকে বাধা দিতে আসে সুভাষ ও সুশান্ত। এরপরই গোপালবাবু ও তাঁর স্ত্রী রীণা মণ্ডলকে মারধর করে তারা। গোপালবাবু ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান এলাকাবাসীরা। সেখান থেকে রীণাদেবীকে ছেড়ে দেওয়া হলেও গোপালবাবুকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়।
Comments