top of page

মদ্যপ অবস্থায় মারধর, পুলিশের দ্বারস্থ দম্পতি

মদ্যপ অবস্থায় এক দম্পতিকে মারধর এবং বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের গোপালপুর এলাকায়। আক্রান্ত দম্পতি আজ সমস্ত ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন।


Couple assaulted by drunken men

আক্রান্ত দম্পতির নাম অর্জুন মণ্ডল এবং মায়া মণ্ডল। দম্পতির অভিযোগ, মাঝেমধ্যেই স্থানীয় বাসিন্দা শিবদয়াল সাহানি মদ্যপ অবস্থায় এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং অকারণে তাঁদের মারধর করে। তাঁদের কোনও সন্তান না থাকায় দিন দিন অত্যাচার বেড়েই চলছিল। গতকাল রাতেও একই ঘটনা ঘটে। বাধ্য হয়ে আজ তাঁরা ইংরেজবাজার থানায় সমস্ত ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করেছেন।



[ আরও খবরঃ প্রথম দার্জিলিং সফরে মালদায় সাংবাদিকদের মুখোমুখি রাজ্যপাল ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page