top of page

ওয়ার্ড অফিস জীবাণুমুক্ত রাখতে পদক্ষেপ কাউন্সিলরের

  • Mar 19, 2020
  • 1 min read

Updated: Sep 14, 2020

করোনাভাইরাস রুখতে ওয়ার্ডবাসীদের সচেতন করলেন কাউন্সিলর প্রসেনজিৎ দাস। নিজের অফিস থেকে ওয়ার্ডবাসীদের হাতে সচেতনতামূলক পোস্টার তুলে দেন তিনি।


স্থানীয় বাসিন্দারা জানান, গোটা রাজ্যের পাশাপাশি মালদাতেও করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে। সংক্রমণ রুখতে জমায়েত এড়াতে নির্দেশ দিয়েছে জেলাপ্রশাসন। তবে বিভিন্ন কাজে তাঁদের কাউন্সিলরের সঙ্গে দেখা করতে হচ্ছে। সেই কারণে কাউন্সিলরের অফিসে স্যানিটাইজার রাখা আছে।


প্রসেনজিৎ দাস, কাউন্সিলর


করোনা নিয়ে ওয়ার্ডবাসীদের সচেতনতা করা হচ্ছে। করোনাভাইরাস সম্পর্কে একটি করে সচেতনতামূলক পোস্টার তুলে দেওয়া হচ্ছে ওয়ার্ডের বাসিন্দাদের হাতে। প্রতিদিন ওয়ার্ডের বাসিন্দারা তাঁর সঙ্গে দেখা করতে আসেন। তাঁর অফিস থেকে যাতে সংক্রমণ না ছড়ায় সেই কারণে অফিসে স্যানিটাইজার রাখা থাকছে।


মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন



תגובות


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page