লোকসভা নির্বাচনের আগে বক্সি-মৌসম অনুগামীদের পোস্ট ঘিরে বিতর্ক
top of page

লোকসভা নির্বাচনের আগে বক্সি-মৌসম অনুগামীদের পোস্ট ঘিরে বিতর্ক

লোকসভা ভোটের আগে ফের গোষ্ঠীকোন্দল তৃণমূলে। দলের জেলা সভাপতি ও রাজ্য সভার সাংসদের অনুগামীদের মধ্যে সামাজিক মাধ্যমে লড়াই শুরু হয়েছে। যদিও দুই নেতৃত্বের বক্তব্য দল যাকে ওই কেন্দ্রের টিকিট দেবে, তাঁকে জেতানোর জন্য তাঁরা কাজ করবেন।


গত শনিবার চাঁচলের আশাপুরে একটি ব্যবসায়ী সংগঠনের অনুষ্ঠানে যোগ দেন মৌসম নূর। সেই অনুষ্ঠান শেষে স্থানীয় এক তৃণমূল নেতা সামাজিক মাধ্যমে পোস্ট করেন, ‘খরবাতে যেই আসুক বা যাকেই পাঠানো হোক, খরবা বক্সিদার ছিল, আছে, থাকবে৷’ নিমেষে এই পোস্ট ভাইরাল হয়ে যায়। এরপরেই রহিম বক্সি ও মৌসম নূরের অনুগামীদের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি চলতে থাকে।



রাজনৈতিক মহলের একাংশের ধারণা, লোকসভা ভোটে উত্তর মালদার প্রার্থী হতে রহিম বক্সি উত্তর মালদা এলাকায় একাধিক কর্মসূচি নিয়েছেন। বারবার নানা মন্তব্য করে খবরের শিরোনামে থেকেছেন। এদিকে, ওই কেন্দ্রের দুইবারের সাংসদ হয়েছেন মৌসম নূর। এবারও টিকিটের অন্যতম দাবিদার তিনি। তিনিও লোকসভা ভোটকে সামনে রেখে জন সংযোগ শুরু করেছেন। সামাজিক মাধ্যমে দুই নেতৃত্বের অনুগামীদের বাক্যালাপ দুজনের ঠাণ্ডা লড়াইকে সামনে এনেছে।

তবে ঘটনা প্রসঙ্গে দুজনেই দাবি করেছেন, তাঁদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। কে প্রার্থী হবে তা দল নির্ধারণ করবে। প্রার্থীকে জিতিয়ে আনা তাঁদের কর্তব্য।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page