top of page

লাগাতার বৃষ্টিতে কালীপুজোও মাটি হওয়ার জোগাড়

নিম্নচাপের প্রভাবে টানা দু’দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে জল জমেছে বিভিন্ন এলাকায়। দুর্গাপুজোর আগেও একই ছবি ধরা পড়েছিল। ফের কালীপুজোর আগে লাগাতার বৃষ্টিতে সমস্যায় শহরবাসী।


দুদিনের লাগাতার বৃষ্টিতে ইংরেজবাজার পুরসভার বিভিন্ন এলাকায় জল জমেছে। রাস্তা থেকে বাড়িতেও জল ঢুকতে শুরু করেছে বেশ কিছু এলাকায়। পুরসভার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ শহরবাসীর। মালদা শহরের সুভাষপল্লি, সর্বমঙ্গলাপল্লি, প্রান্তপল্লি, রামকৃষ্ণপল্লি, বিবেকানন্দপল্লি, সারদাপল্লি সহ বিভিন্ন এলাকাতে জল জমেছে। পুরসভার বিভিন্ন এলাকায় জল জমা প্রসঙ্গে পুরকর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



আর একদিন পরেই কালীপুজোর আনন্দে সামিল হবে গোটা রাজ্য। কিন্তু টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন জেলার মৃৎশিল্পীরা। শিল্পীরা জানালেন, এই বৃষ্টির কারণে প্রতিমার কাজ ঠিকভাবে শেষ করতে পারছেন না। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় কালী প্রতিমা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হচ্ছে। দুশ্চিন্তায় আছেন পুজো উদ্যোক্তারাও। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী শনিবার পর্যন্ত চলবে এই টানা বৃষ্টি। এদিন সকাল থেকে বৃষ্টির ফলে হালকা শীত অনুভব করে জেলাবাসী।

ความคิดเห็น


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page