top of page

দুর্গ উদ্ধারে গনির গড়ে তামিলনাডুর সাংসদ

গনি মিথে ভরসা করেই পঞ্চায়েত নির্বাচনে লড়তে চলেছে কংগ্রেস। তামিলনাড়ুর রত্নগিরির সাংসদ তথা পশ্চিমবঙ্গের অবজারভারের গলাতেও মিলল সেই সুর। গনি গড়ের প্রত্যাবর্তনে মালদায় সভা করতে ছুটে এসেছেন তিনি। এসেছেন প্রদেশ কংগ্রেস সভাপতিও।


আজ মালদায় এসেই কোতোয়ালি ভবনে যান কংগ্রেসের রাজ্য অবজারভার ডা. এ চেল্লাকুমার৷ জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরি ও তাঁর ছেলে ইশা খান চৌধুরি সহ দলীয় নেতা মোস্তাক আলম, মোত্তাকিন আলমের নেতাদের নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আলোচনা করেন চেল্লাকুমার৷


Congress-State-Observer-Doctor-A-Chellakumar-visited-Kotowali-Bhavan-today
আজ কোতোয়ালি ভবনে যান কংগ্রেসের রাজ্য অবজারভার ডা. এ চেল্লাকুমার

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চেল্লাকুমার জানান,

গনিখান চৌধুরি মালদাকে তৈরি করেছিলেন৷ তাঁর জন্যই লাখ লাখ মানুষ আজ কিছু করতে পেরেছেন৷ তাঁরা গনিখানের অবদানের কথা আজও মনে রেখেছেন৷ গত পঞ্চায়েত নির্বাচনের কথা এখনও কেউ ভোলেনি৷ ওই নির্বাচনে এই রাজ্য সরকার ৩৫ শতাংশের বেশি আসনে বিরোধীদের মনোনয়ন পত্রই জমা দিতে দেয়নি৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মানুষকে তার ভোটদানের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হবে কিনা সেটাই এখন প্রশ্ন। তবে পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে কংগ্রেস এবার প্রতিটি জায়গায় মনোনয়ন জমা দেবে, নির্বাচনে লড়বে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page