কৃষি বিলের প্রতিবাদে শহরে পথে নামল কংগ্রেস
একই সঙ্গে একাধিক কর্মসূচি পালন করল মালদা জেলা কংগ্রেস। আজ দুপুরে মালদা শহরের টাউনহলের সামনে থেকে একটি মিছিল শহর পরিক্রমা করে ফোয়ারা মোড়ে এসে শেষ হয়। মিছিলে পা মেলান কংগ্রেসের বিধায়ক, ব্লক সভাপতি সহ অন্যান্য নেতা-কর্মীরা৷
আজকের কর্মসূচি প্রসঙ্গে সুজাপুরের বিধায়ক ঈশা খান বলেন, আজ প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ৩৭তম মৃত্যুদিবস ও দেশের প্রথম ডেপুটি প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৬ তম জন্মদিবস৷ তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে৷ পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে মালদা শহরের রাজপথে কংগ্রেসের আন্দোলন চলছে। এআইসিসির নির্দেশ অনুযায়ী আজ সারা দেশে কংগ্রেস প্রতিবাদ আন্দোলনে নেমেছে৷ কংগ্রেস যে কোনও মূল্যে কৃষক স্বার্থবিরোধী এই বিল প্রত্যাহার করতে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করবে৷
[ আরও খবরঃ প্রথম দার্জিলিং সফরে মালদায় সাংবাদিকদের মুখোমুখি রাজ্যপাল ]
আগামী বিধানসভার আগে কর্মীদের মনোবল বৃদ্ধি করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জেলার রাজনীতিবিদদের ধারণা। এদিনের কর্মসূচিতে কংগ্রেসের জনস্রোত দেখা না গেলেও সাময়িকভাবে শহরের রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন