top of page

পার্থ চট্টোপাধ্যায়ের আরোগ্য কামনায় কংগ্রেসের যজ্ঞ

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় করে যজ্ঞের আয়োজন করল পুরাতন মালদা ব্লক ও শহর কংগ্রেস। সোমবার বিকেলে পুরাতন মালদার বুলবুলি মোড়ে বিবেকানন্দ মূর্তির সামনে এই অনুষ্ঠানের আয়োজন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেস বিধায়ক অর্জুন হালদার, ছাত্রপরিষদের সভাপতি মান্তু ঘোষ সহ পুরাতন মালদা ব্লক ও শহর কংগ্রেসের জেলা নেতৃত্বরা।


অর্জুন হালদার জানান, ভারতের গোয়েন্দা সংস্থা ইডি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এসএসসি দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে। তারপরে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। আমরা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ইডির সামনে বাস্তব সত্যটা তুলে ধরতে পারেন।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page