top of page

থানা ঘেরাও করে ডেপুটেশন কংগ্রেসের

১৫ দফা দাবি নিয়ে ইংরেজবাজার থানা ঘেরাও করে ডেপুটেশন দিল মালদা জেলা কংগ্রেস। এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা কংগ্রেসের সভাপতি মোস্তাক আলম, বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, ইশা খান চৌধুরি, আসিফ মেহেবুব, মোত্তাকিন আলম সহ জেলা কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা।



শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ, স্টেট ট্রান্সপোর্টের সামনে পথসভার আয়োজন করে বিক্ষোভ দেখাতে থাকে জেলা কংগ্রেস নেতৃত্ব। শাসকদলের অঙ্গুলি হেলনে চলা, পুলিশি নিষ্ক্রীয়তার অভিযোগ সহ একাধিক অভিযোগ তুলে ধরেন কংগ্রেস নেতৃত্ব। পরে জেলা কংগ্রেসের পক্ষ থেকে ইংরেজবাজার থানার আইসির হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।


জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলম বলেন, কংগ্রেস কর্মীদের উপর হামলা করা হচ্ছে। হামলাকারী দুষ্কৃতীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অথচ পুলিশ তাদের গ্রেফতার করছে না। শাসকদলের অঙ্গুলি হেলনে পুলিশ এশব করে বেড়াচ্ছে। তারই প্রতিবাদে আজ কংগ্রেসের পক্ষ থেকে ১৫ দফা দাবি সংবলিত স্মারকলিপি ইংরেজবাজার থানার আইসির হাতে তুলে দেওয়া হয়েছে।


ভিডিয়ো- কৃতাঙ্ক।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page