top of page

পঞ্চায়েত নির্বাচনের আগে স্ট্রংরুম পরিবর্তনের দাবি কংগ্রেসের

গত পঞ্চায়েত নির্বাচনে কী ঘটেছিল তার সাক্ষী খোদ মালদাবাসী। ভোটকেন্দ্রে যেতে বাধা, ব্যালটবাক্স লুঠ, কাউন্টিং সেন্টারে গণ্ডগোল সব ঘটনায় উঠে এসেছিল ক্যামেরায়। এমনকি স্ট্রংরুম থেকে ব্যালটবাক্স পর্যন্ত পরিবর্তন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছিল। সেই পরিস্থিতি মাথায় রেখে স্ট্রংরুম মালদা শহর থেকে সরিয়ে কালিয়াচকে নিয়ে যাওয়ার আবেদন জেলা কংগ্রেস সভাপতির। তবে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল সভাপতি।


জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরি জানান, গত পঞ্চায়েত নির্বাচনে মানুষের উপর জুলুম হয়েছিল৷ তৃণমূল পুলিশের সাহায্যে ব্যালট বাক্স বদল করে জিতেছিল৷ কংগ্রেসের তরফে রাজ্য সরকার, নির্বাচন কমিশন এবং আদালতের কাছে আবেদন জানানো হচ্ছে, এবার যেন স্ট্রংরুম চত্বরে সব দলের লোক থাকতে পারে৷ যেমনটা লোকসভা ও বিধানসভা নির্বাচনে হয়৷ কালিয়াচক হাইস্কুলে নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো৷ তাই সেখানে স্ট্রংরুম করলে ভালো হয়৷


Congress-demands-change-strongroom-before-panchayat-elections

জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকসি জানান, কংগ্রেস ২৮ বছর পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিলেন৷ ভোটে কংগ্রেস কী করত তা সবাই জানে৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, পশ্চিমবঙ্গে স্বচ্ছতার সঙ্গে ভোট হচ্ছে৷ এবারও হবে৷ এসব কথা বলে কংগ্রেস মানুষকে বিভ্রান্ত এবং আতঙ্কিত করার চেষ্টা করছে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page