top of page

প্রার্থীদের নিরাপত্তা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ফের আদালতের দ্বারস্থ কংগ্রেস। প্রার্থীদের নিরাপত্তা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছেন জেলা কংগ্রেস নেতৃত্ব। হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ প্রার্থীদের নিরাপত্তার স্বার্থে কংগ্রেসকে সেই মামলা দায়ের করার অনুমোদন দিয়েছে বলেও দলীয় সূত্রে জানা যাচ্ছে৷


কংগ্রেসের অভিযোগ, মানিকচকের গোপালপুর গ্রামপঞ্চায়েত এলাকায় শাসকদলের লোকজন কংগ্রেসের প্রার্থীদের হুমকি দিচ্ছে। গত ১৭ জুন কংগ্রেসের দুই প্রার্থী তাবজুল শেখ ও সালমা জাহানকে অপহরণের চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা বাধা দেওয়ায় প্রার্থীদের অপহরণ করতে পারেনি দুষ্কৃতীরা। এরপরেই বালুটোলা গ্রামের একাধিক বাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা বলেও অভিযোগ। পুলিশের সামনে ঘটনা ঘটলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে ১৯ জুন মানিকচক থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতা-কর্মীরা৷



ঘটনাপ্রসঙ্গে জেলা কংগ্রেসের সহ সভাপতি ঈশা খান চৌধুরি জানান,

গোপালপুর গ্রামপঞ্চায়েত এলাকায় তৃণমূলের বেশিরভাগ লোকজন কংগ্রেস যোগ দিয়েছেন। ওই এলাকায় শক্তি হারিয়ে শাসকদলের লোকজন আমাদের প্রার্থীদের গৃহবন্দি করার চেষ্টা চালাচ্ছে। প্রার্থীদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। এনিয়ে আমরা পুলিশের দ্বারস্থ হয়েছিলাম। কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। বাধ্য হয়ে প্রার্থীদের নিরাপত্তার দাবিতে আমরা হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিলাম৷ বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ আমাদের আর্জি মঞ্জুর করেছে৷

মানিকচকের বিধায়ক তথা তৃণমূলের জেলা নেত্রী সাবিত্রী মিত্র জানান,

দুষ্কর্মে জড়িত থাকা ব্যক্তিদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। ওরাই এখন কংগ্রেসে যোগ দিয়েছে। ওই দুষ্কৃতীরা নিজেদের মধ্যে ঝামেলা করছে। আর এর ফায়দা তুলতে কংগ্রেস ইচ্ছাকৃতভাবে এসব ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছে। তবে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য হাইকোর্ট যা রায় দেবে, তৃণমূল সেই রায়কে স্বাগত জানাবে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page